চাঁদপুরের হাজীগঞ্জে দেয়াল চাপা পড়ে মো. আবুল কাশেম (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় গ্রামে আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃতের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।
মৃতের সহকর্মী রিয়াদ হোসেন জানান, সকাল থেকেই তাঁরা জুট মিলের পুরোনো গোডাউন ভাঙার কাজ করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে আবুল কাশেম দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল ও উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’