হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ, থানায় অভিযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ত্রের মুখে এক কিশোরীকে (১৪) অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার উপজেলার কাঁশারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেনসহ সাত ব্যক্তির নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই এলাকায় স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। সাব্বির নামের এক কিশোর তাকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। এসব কর্মকাণ্ডে সহযোগিতা করত সাব্বিরের সহযোগী কয়েক কিশোর। প্রেম প্রত্যাখ্যান করায় সাব্বির ভুক্তভোগীকে অপহরণের হুমকি দেয়। হুমকির পর থেকে ভুক্তভোগী তার মামার বাড়ি কাঁশারা গ্রামে আশ্রয় নেয়।

ঘটনার রাতে সবাই যখন মসজিদে নামাজ পড়তে যায়, ওই সুযোগে সাব্বিরসহ কয়েক কিশোর অস্ত্র নিয়ে ভুক্তভোগীর মামার বাড়িতে হামলা করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগীকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর নানা সহিদ উল্যাহ বলেন, ‘বিশাল বিশাল রামদা, ছুরিসহ অস্ত্রশস্ত্র নিয়ে সাব্বির ও তার সহযোগী ১৫ থেকে ২০ জন এসে আমাদের সবাইকে অস্ত্র ধরে আমার নাতনিকে তুলে নিয়ে যায়।’

অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।’

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল