চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় রাস্তা পার হতে গিয়ে পিকআপভ্যানের চাপায় পিষ্ট হয়ে লজ্জাতুন্নেসা (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের কালিভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লজ্জাতুন্নেছা কল্যাণপুর ইউনিয়নের রঙের গাঁও গ্রামের চকের মোড় এলাকার বাসিন্দা আলী বকাউলের স্ত্রী।
বৃদ্ধার ছেলে নাসির বকাউল বলেন, ‘সকালে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মা বাড়ি থেকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর আঞ্চলিক কার্যালয়ে আসেন। এ সময় বিদ্যুৎ বিল পরিশোধ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেন। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়দের থেকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন বলেন, দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।