চাঁদপুরে একদিনে আরও ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৬৮৪টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৮.০১ %। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১২০ জন, হাজীগঞ্জের ২৬ জন, ফরিদগঞ্জের ২২ জন, মতলব উত্তরের ১১ জন, মতলব দক্ষিণের ২২ জন, হাইমচরের ৪৪ ও শাহরাস্তির ১৫ জন রয়েছেন।
একই দিনে ১০৮ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫২ জন, ফরিদগঞ্জের ১১ জন, হাজীগঞ্জের ১৯ জন, মতলব দক্ষিণের সাতজন, মতলব উত্তরের ছয়জন, কচুয়ার ১০ জন, শাহরাস্তির একজন ও হাইমচরের দুজন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১৭০৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৭ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৪৪১ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৮০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১২০ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।
এদিকে জেলায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে যাওয়ায় তাদের চিকিৎসা ও সেবা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। কারণ, এত অধিক সংখ্যক রোগীকে প্রাতিষ্ঠানিক ও হোল আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া অনেক কষ্টকর। এ জন্য প্রয়োজনীয় সংখ্যক লোকবল নেই স্বাস্থ্য বিভাগে। বিশেষ করে চাঁদপুর সদর হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গে আক্রান্ত রোগীর চাপ অস্বাভাবিক হারে বেড়েই চলেছে।