চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১৩টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত ও কোরবানি হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় মুসল্লিরা। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, অলিপুর, বলাখাল ও শমেশপুর গ্রামসহ ১৩টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
সাদ্রা গ্রামের ইউপি সদস্য দুলাল মিয়া ও পৌর এলাকার বলাখাল বাসিন্দা সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান জানান, আমাদের মসজিদে আটটায় নামাজ শেষে পশু কোরবানি শুরু হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ জানান, এই চারটি গ্রামে ১৩টি স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হবে জেনে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকে পুলিশ ঈদের জামায়াত হওয়া স্থান গুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছে।
সাদ্রা দরবার শরিফের পির আল্লামা আরিফ উল্যাহ চৌধুরী জানান, সকাল ৮টায় সাদ্রা মাদ্রাসা মাঠে ঈদুল আজহার জামায়াত হয়েছে। তিনি জানান, চাঁদপুরের ২৫ / ৩০টি স্থানে আজ ঈদ ও কোরবানি হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামায়াত পালন করে আসছি।