চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ২৯৯টি নমুনা পরীক্ষা করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৪৯ শতাংশ। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস সূত্র।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৯ জন, মতলব দক্ষিণের ২১ জন, মতলব উত্তরের ২ জন, হাজীগঞ্জের ২১ জন, ফরিদগঞ্জের ৫ জন, হাইমচরের ৫ জন, শাহরাস্তির ২০ জন ও কচুয়ার ৬ জন রয়েছেন।
একই দিনে ৪৩ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২৭ জন, ফরিদগঞ্জের ৩ জন, হাজীগঞ্জের ৭ জন, হাইমচরের ৩ জন, মতলব উত্তরের ১ জন ও কচুয়ার ২ জন।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৯৪ জন। আর মারা গেছেন ১৩৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ২৭১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৮৫ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৬ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।