হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে যুবকের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে আকতার হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে তাঁর ছেলে সাকিব (২৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় সরকারবাড়িতে এ ঘটনা ঘটে। 

প্রতিবেশীর জানান, গভীর রাতে আকতার হোসেন তাঁর ছেলে সাকিবের স্ত্রীকে বকাঝকা করেন। তাতে ক্ষিপ্ত হয়ে সাকিব তাঁর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। বাড়ির লোকজন দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে কুমিল্লা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন জানিয়ে আজ ভোরে আকতারের লাশ দাফন করার প্রস্তুতি নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, আকতারের ছেলে সাকিব প্রেম করে বিয়ে করেন। বিয়েতে তাঁর পরিবারের সদস্যদের সম্মতি ছিল না। এ নিয়ে প্রায়ই পরিবারে ঝগড়া বিবাদ লেগে থাকত।

এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি