হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব উত্তরে যুবকের উপর্যুপরি ছুরির আঘাতে বাবার মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে ছেলের উপর্যুপরি ছুরির আঘাতে মো. আব্দুস সোবহান (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলা গ্রামের প্রধান বাড়িতে এই ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর থেকে নিহতের ছেলে মো. রোমান (২৬) পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁর স্ত্রী মীম আক্তারকে (২০) আটক করেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক এই তথ্য জানিয়েছেন।

নিহত আব্দুস সোবহানের ছোট ছেলে জাহিদ হাসান বলেন, ‘আমার মেজ ভাই প্রবাস ফেরত মো. রোমান ধারালো ছুরি দিয়ে বাবাকে উপর্যুপরি আঘাত করেন। বাবাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সোবহানের স্ত্রী মৃত শিরিন বেগম তিন-চার বছর আগে মৃত্যুবরণ করেন। স্ত্রী মারা যাওয়ার দু-এক বছর পর থেকে আব্দুস সোবহান বিয়ে করতে চান। কিন্তু ছেলেরা দ্বিমত পোষণ করেন এবং তাঁদের সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে ছেলেদের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়াঝাঁটি হতো।

এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সোবহানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতের পলাতক ছেলে মো. রোমানকে আটক করার চেষ্টা চলছে।

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১