হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব উত্তরে যুবকের উপর্যুপরি ছুরির আঘাতে বাবার মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে ছেলের উপর্যুপরি ছুরির আঘাতে মো. আব্দুস সোবহান (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলা গ্রামের প্রধান বাড়িতে এই ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর থেকে নিহতের ছেলে মো. রোমান (২৬) পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁর স্ত্রী মীম আক্তারকে (২০) আটক করেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক এই তথ্য জানিয়েছেন।

নিহত আব্দুস সোবহানের ছোট ছেলে জাহিদ হাসান বলেন, ‘আমার মেজ ভাই প্রবাস ফেরত মো. রোমান ধারালো ছুরি দিয়ে বাবাকে উপর্যুপরি আঘাত করেন। বাবাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সোবহানের স্ত্রী মৃত শিরিন বেগম তিন-চার বছর আগে মৃত্যুবরণ করেন। স্ত্রী মারা যাওয়ার দু-এক বছর পর থেকে আব্দুস সোবহান বিয়ে করতে চান। কিন্তু ছেলেরা দ্বিমত পোষণ করেন এবং তাঁদের সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে ছেলেদের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়াঝাঁটি হতো।

এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সোবহানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতের পলাতক ছেলে মো. রোমানকে আটক করার চেষ্টা চলছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল