হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ফারুক ব্যাপারী। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারের অভিযোগে এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় জব্দ করা হয় গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা।

অভিযুক্ত যুবকের নাম ফারুক ব্যাপারী (৩০)। তিনি সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের বাসিন্দা। গতকাল রোববার গভীর রাতে ফরিদগঞ্জের চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল বিশকাটালী গ্রামে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭২ বোতল ফেনসিডিল ও ১ হাজার ১২৫টি ইয়াবা জব্দ করা হয়। পরে ফারুককে ফরিদগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে আগে থেকেই সদর থানায় চারটি মাদকের মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, মাদক কারবারি ফারুক ব্যাপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি জানান, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে ফরিদগঞ্জ থানা-পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ