হোম > সারা দেশ > চাঁদপুর

নিজের বাড়ি থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজের বাড়ি থেকে ফরিদ উদ্দিন (২৮) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ১৬ নম্বর রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাওনিয়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ফরিদ উদ্দিন (২৮) ওই গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত হ‌ুমায়ূন ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা বলছে, নিহত ফরিদ উদ্দিন অবিবাহিত। ফরিদ উদ্দিন নিজের একতলা বিশিষ্ট বিল্ডিং এ একাই থাকতেন। ফরিদ উদ্দিন নিজের পারিবারিক কাজ করতেন। তাঁর বড় ভাই কাউছার আহাম্মেদ দক্ষিণ আফ্রিকায় প্রবাসী। বৃহস্পতিবারও তাকে স্থানীয়রা স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে দেখেছে। শুক্রবার দিনব্যাপী তাকে দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন ফরিদ উদ্দিনের বিল্ডিংয়ের জানালা দিয়ে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে ডাক ও চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা বলতে পারছেন না তারা। 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে