হোম > সারা দেশ > চাঁদপুর

ভাবির ছোড়া গরম পানিতে ঝলসে গেল দেবরের শরীর

প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

কচুয়ায় ভাবির ছোড়া গরম পানিতে দেবরের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের আয়মা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত শাহাদাত হোসেন (৩৩) বাদী হয়ে সোমবার রাতে অভিযুক্ত ভাবি শামীমা বেগমের (৪০) বিরুদ্ধে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, শামীমা বেগম শাহাদাত হোসেনের বড় ভাই আনোয়ার হোসেনের স্ত্রী। আনোয়ার হোসেন মালয়েশিয়ান প্রবাসী। শামীমা বেগম স্বামীর অবর্তমানে এলাকার বখাটে ছেলেদের নিয়ে রাতদিন নিজের ঘরে আড্ডা দেয়। শাহাদাত বিষয়টি নিষেধ করলে এ নিয়ে দেবর-ভাবির মধ্যে মনোমালিন্য ও বিরোধ দেখা দেয়। শামীমা বেগম শাহাদাতকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেন। নারী নির্যাতনের মামলা করারও ভয় দেখান।

গতকাল সোমবার দুপুরে আয়মা গ্রামের বাড়ির এক ব্যক্তির জানাজা শেষে শাহাদাত হোসেন শামীমা বেগমের ঘরের পাশ দিয়ে নিজের ঘরে যাওয়ার সময় তিনি শাহাদাতের শরীরে গরম পানি ছুড়ে মারেন। এতে শাহাদাতের পিঠ ও বাম হাত ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা তাঁকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল