হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব উত্তরে মাছ ধরতে গিয়ে গোখরা সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে মাছ ধরতে গিয়ে খৈয়া গোখরা সাপের কামড়ে মো. লিটন খান (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। 

লিটন খানের বাড়ি ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে। তিনি এক ছেলে ও দুই মেয়েসন্তানের বাবা। তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ। 

স্থানীয় লোকজন জানান, গতকাল সন্ধ্যার দিকে বাড়ির পাশের খালে জাল দিয়ে মাছ ধরতে গেলে লিটন খানকে খৈয়া গোখরা সাপ কামড় দেয়। তাৎক্ষণিক তিনি সাপটি জালে আটকে বাড়িতে নিয়ে আসেন। সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে বাড়ির লোকজন লিটনকে রাত সাড়ে ৮টার দিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাঢ়ীকান্দি গ্রামের মো. সৈয়দ খান জানান, লিটন কৃষিকাজ করতেন। শখের বসে খালেবিলে মাছ ধরতেন। গতকাল সন্ধ্যায় তিনি পাশের বিলে রিং জাল দিয়ে মাছ সংগ্রহ করতে গেলে খৈয়া গোখরা সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হাসিবুল ইসলাম বলেন, খৈয়া গোখরা সাপের কামড়ে শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝরে। সাপের কামড়ানোর পর লিটনকে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত ছিল।

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’