হোম > সারা দেশ > চাঁদপুর

‘আজকের পত্রিকা সারা দেশের পাঠকমহলে আস্থা অর্জন করতে পেরেছে’

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘দৈনিক আজকের পত্রিকা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেন, ‘ইন্টারনেটের এই যুগে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে মানুষ গণমাধ্যমের ওপর নির্ভরশীল। মাত্র এক বছরেই দৈনিক আজকের পত্রিকা সারা দেশের পাঠকমহলে আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে। আজকের পত্রিকা যেভাবে স্থানীয় সংবাদকে গুরুত্ব দিচ্ছে, তা এর আগে আর কোনো গণমাধ্যম দেয়নি। এ অবস্থান ধরে রেখে আরও উন্নতি করতে হবে।’ 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সভাপতিত্বে এবং ‘আজকের পত্রিকা’র চাঁদপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ ওচমান গনি পাটওয়ারী। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী; লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও এএইচএম আহসান উল্লাহ; সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী; চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশ; চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ ও সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের; দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ; দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু; এনটিভি প্রতিনিধি শরীফুল শরীফুল ইসলাম; চাঁদপুর প্রবাহের সিনিয়র রিপোর্টার শাওন পাটওয়ারী; এসএ টিভির প্রতিনিধি নজরুল ইসলাম আতিক; আজকের পত্রিকার মতলব প্রতিনিধি শ্যামল চন্দ্র দাস; ফরিদগঞ্জ প্রতিনিধি গাজী মমিন; চাঁদপুর খবর প্রতিনিধি আমির হামজা প্রমুখ। 

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি