হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

চাঁদপুরের কচুয়ায় সুমাইয়া আক্তার (১৬) নামের এক দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। খবর পেয়ে শনিবার রাতেই কচুয়া থানার এসআই আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে পৌঁছে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত ছাত্রী উপজেলার বিতারা ইউনিয়নের যোগিচাপুর বেপারী বাড়ির শহিদউল্লার মেয়ে। 

নিহতের বাবা শহীদউল্লাহ জানান, সুমাইয়া উপজেলার তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। ৫ মেয়ে ১ ছেলের মধ্যে সে দ্বিতীয়। অভাবের সংসারে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করে আসছেন। তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। তাঁর স্ত্রী রহিমা বেগম একটি গার্মেন্টসে কাজ করেন। প্রতি শুক্রবার বাড়িতে এসে তাঁদের দেখাশোনা করেন তিনি। প্রায় তিন মাস আগে পেটে ব্যথা অনুভব করে তার মেয়ে। পরে তাঁকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করান। রোগের উপশম না হওয়ায় রাগে অভিমানে শনিবার রাতে সুমাইয়া সবার অগোচরে নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ