হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলা

প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর) 

চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন হায়াতুনেছা (৭৫) নামের এক বৃদ্ধা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গুরুতর আহত বৃদ্ধার মেয়ে রাহেলা বেগম। সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগে জানা গেছে। 

শনিবার উপজেলার ১১ নম্বর চর দুঃখীয়া ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বাশি বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে। 

ঘটনা জানতে গেলে হামলার শিকার বৃদ্ধা হায়াতুন নেছা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আঁর মাথা হাডাই দিছে, আঁরে মারি হালাইবো। আঁই সরকারেরতন বিচার চাই।’ 

থানায় লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাদী পক্ষের সঙ্গে একই বাড়ির মহর আলী গংদের সম্পত্তিগত বিরোধ চলে আসছিল। জানা গেছে, একই বাড়ির নুর মিয়াগংদের কাছ থেকে রাহেলা বেগমগং এক টুকরো জমি ক্রয় করেন। ওই জমিটি কেনার পর থেকেই মহর আলীগং বিভিন্ন চাঁদা দাবি ও ওই জমিটি দখল নেওয়ার চেষ্টায় করেন। ভুক্তভোগীরা অভিযুক্তদের অত্যাচারের শিকার হয়ে নিজেদের কেনা সম্পত্তি রক্ষার স্বার্থে চলতি বছরের ৩০ মে চাঁদপুরে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক ফরিদগঞ্জ থানা–পুলিশ এর মাধ্যমে অভিযুক্ত মহর আলী গংদের আদালতে তলব করেন। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় অভিযুক্ত মহর আলীগং পুনরায় ওই সম্পত্তি দখল করার চেষ্টা করেন। ওই সময়ে ভুক্তভোগীরা মহর আলী গংদের বাঁধা দিতে গেলে ভুক্তভোগীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় মহর আলী গংদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধা হায়াতুন নেছা মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। 

এ বিষয়ে অভিযুক্ত মহর আলী গংদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, বৃদ্ধার ওপর এমন আঘাতের বিষয়টি দুঃখজনক। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা