হোম > সারা দেশ > চাঁদপুর

‘আমাকে স্যার না ডাকার অনুরোধ’, উপজেলা চেয়ারম্যানের নোটিশ

চাঁদপুর প্রতিনিধি

নিজেকে ‘স্যার’ না বলতে অনুরোধ জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ। গতকাল শুক্রবার উত্তর উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে ‘স্যার’ না ডাকার জন্য অনুরোধ জানিয়ে নোটিশ সাঁটিয়ে দেন তিনি। বিষয়টি ফেসবুকে পোস্ট করার পর প্রশংসায় ভাসছেন তিনি। 

উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান নোটিশের মাধ্যমে ‘স্যার’ না ডাকার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করেন। নোটিশে তিনি লিখেন, ‘আসসালামু আলাইকুম, আমার নির্বাচনী এলাকার সকল জনগণকে বিনীত অনুরোধ করছি, দয়া করে আমাকে “স্যার” বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের ভাই, বন্ধু, আপনাদের সেবক এবং সেবক হয়েই থাকতে চাই।’ 

এ বিষয়ে আজ শনিবার কথা হয় বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুসের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে সাধারণ মানুষের সঙ্গে আমার বাবার সময় থেকে চলাফেরা। একটা আবেগ কাজ করে আমাদের মাঝে। তারা যখন আমাকে “স্যার” বলে তখন নিজের কাছে বিব্রত বোধ হয়।’ 

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে আমি অনেক বড় একটা পদে আছি আমাকে স্যার বলা খুব দরকার। কিন্তু আসলে তা নয়, আমি আসলে জনগণের সেবক হিসেবে থাকতে চাই। জনগণের ভাই বন্ধু, কারো মামা, কারো কাকা হিসেবেই থাকতে চাই। কেউ স্যার বললে নিজের কাছে তখন ছোট মনে হয়। কারণ আমার এসব সাধারণ জনগণের সঙ্গেই বেড়ে ওঠা।’ 

এমএ কুদ্দুস বলেন, ‘কোনো ঘটনার কারণে আমার এই নোটিশ জারি নয়। সাম্প্রতিক ওই ঘটনা (রংপুরের ডিসি ও বেরোবি শিক্ষকের ঘটনা) ঘটার আরও অনেক আগেই আমি এই নোটিশ জারি করেছি। আমি চাই জনগণের সঙ্গে আমার ভালোবাসা সম্পর্কটা সব সময় অটুট থাকুক।’ 

উল্লেখ্য, সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক ব্যক্তিগত কাজে রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসককে ‘স্যার’ বলতে বাধ্য করায় তিনি অবস্থান কর্মসূচি পালন করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা ও সমালোচনা হয়।

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১

হাজীগঞ্জের বলাখাল বাজারে আগুনে পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কচুয়ায় ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার