হোম > সারা দেশ > চাঁদপুর

পুরোনো খাবার সংরক্ষণ করে বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের ইলিশ চত্বর এলাকায় বাজার তদারকি অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে পুরোনো মাংস–কাবাব বিক্রির জন্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় আবরার রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ রুটি বিক্রির জন্য সংরক্ষণ করায় অরেঞ্জ ক্যাফের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের ইলিশ চত্বর এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পুরোনো মাংস ও কাবাব বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় আবরার রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ রুটি বিক্রির জন্য সংরক্ষণ করায় অরেঞ্জ ক্যাফের মালিককে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় এবং অবৈধ মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পুলিশের একটি দল সার্বিক সহায়তা দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১

হাজীগঞ্জের বলাখাল বাজারে আগুনে পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কচুয়ায় ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার