হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে বিএনপিসহ সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপিসহ যুবদল–ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে স্ব স্ব কেন্দ্রীয় সংগঠন। গতকাল শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুটি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীকালে দুটি কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

অপর দিকে হাজীগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদল, অধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা–পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রেরণ করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল। 

এ ছাড়া হাজীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে উল্লেখ করা হয়, কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি করা হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সিদ্ধান্তে এসব কমিটি বিলুপ্তি করার কথা জানানো হয়।

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি