হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে বাজার তদারকি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মূল্য তালিকা না টানানো ও পণ্যের গায়ে দাম লেখা না থাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার বাজার তদারকির অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল। 

তিনি আজকের পত্রিকা বলেন, ‘আজ ফরিদগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে জামালের মুরগির দোকানে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা, মাহবুব হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১০ হাজার টাকা, সূচি কসমেটিকসে পণ্যের গায়ে মূল্য না থাকায় এক হাজার টাকা, বন্ধু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিন হাজার টাকা, রবিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ ছাড়া মাংসের দোকান, মুরগির দোকান, ফলের দোকান এবং মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ও সেবা বিক্রির জন্য আইনগতভাবে সতর্ক করা হয়েছে।’ জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। 

অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন–চাঁদপুর কৃষি বিপণন কর্মকর্তা মো. কামরুজ্জামান রূপম ও ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি চৌকস দল।

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১