হোম > সারা দেশ > চাঁদপুর

নিখোঁজের ৫ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর আদিল মোহাম্মদ সোহান (৮) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামে ওই শিশুর বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, গত সোমবার মাগরিবের নামাজ পড়তে সোহান বাড়ির সামনের একটি মসজিদে যায়। নামাজ শেষে বাড়িতে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে প্রতিবেশী, স্বজন ও সম্ভাব্য সব স্থানে তাকে না পেয়ে শিশুটির বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়রা আরও জানান, আজ সকালে বাড়ির পাশের একটি গাবগাছ থেকে গাব সংগ্রহ করতে যান ওই বাড়ির এই বৃদ্ধা। এ সময় তিনি দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাছি দেখে চিৎকার করেন। এ সময় প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিখোঁজ সোহানের বাবা আনোয়ার হোসেন বলেন, সোহান প্রতিদিনই বাড়ির সামনে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে কিছুক্ষণ পর ফিরে আসত। কিন্তু শুক্রবার সে ফিরল লাশ হয়ে। সোহানের মা সন্তানের মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে চিৎকার করে কাঁদছে আর ছেলেকে হত্যার বিচার প্রার্থনা করছে। 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল