হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা কারাগারের শ্বাস কষ্টে কয়েদি আবদুল বাতেনের (৫৬) মৃত্যু খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারারক্ষীরা তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাতেন জেলার ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর উত্তর গোবিন্দপুর ইউনিয়নের শোভান গ্রামের বাসিন্দা। তিনি মাদক মামলার আসামি ছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, হাসপাতালে নেওয়ার আগেই কয়েদি বাতেনের মৃত্যু হয়েছে। তবে তিনি শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন।

নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গত ২৩ অক্টোবর রাতে তাকে বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ গাঁজাসহ বাতেনকে আটক করে। সে গাঁজা সেবন করত জানতে তবে মাদকের ব্যবসা করত না।’

চাঁদপুর জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. গোলাম দস্তগীর বলেন, ভোরে বাতেন নামে এক কয়েদি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। সেখানে তাঁর মৃত্যু হয়। দুপুরে তার সুরতহাল হয়েছে। ময়নাতদন্তের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, গত ২৪ অক্টোবর তাঁকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। তিনি আগে থেকেই শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল