হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জ এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে শীলা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রাম ওই পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। 

মৃত শীলা আক্তার ওই গ্রামের মো. সাখাওয়াত হোসেনের মেয়ে। শোল্লা স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে গত বছর ২০২৩ সালে একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। 

পরিবার ও স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যায় পড়ালেখা না করার কারণে বাবা-মা তাকে বকা দেয়। এতে সে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নিজের কক্ষের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাকে রাতের খাবার খাওয়ার জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। এ সময় তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান বলেন, শীলার মরদেহ আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১

হাজীগঞ্জের বলাখাল বাজারে আগুনে পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কচুয়ায় ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার