হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ট্রাকচাপায় নারীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-কুমিল্লা সড়কে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৯টার দিকে সড়কের কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা বলেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে সড়কের পাশ দিয়ে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ের এক নারী। এ সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়।

শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার রনি বলেন, নিহত এই নারী একটি বাড়ি থেকে খাবার খেয়ে বের হয়েই সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চাঁদপুর থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক এই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে এই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এদিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন ও পুলিশ সদস্যরা রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ