চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক মাদকাসক্ত যুবক নিজের ঘরই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন।
গতকাল সোমবার (২৯ মার্চ) বিকালে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামের লতিফ সর্দার বাড়ির কামাল হোসেনের ছেলে মো. হাছান মাদকের টাকার জন্য ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলেন। টাকা না পেয়ে এক পর্যায়ে ঘরে আগুন লাগিয়ে দেন। আগুন নেভাতে বাড়ির লোকজন ঘরের ভিতরে প্রবেশ করতে চাইলে হাছান দরজা বন্ধ করে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন এসে মাদকাসক্ত হাছানকে আটক করে থানায় নিয়ে যান।
হাছানের মা খোদেজা বেগম বলেন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকে। তিনি ছোট দুই মেয়ে আর এই মাদকাসক্তক ছেলে নিয়ে থাকেন। তাদের বাবা ভরণপোষণের খরচও দেন না।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ছেলেটিকে পরিবারের অনুমতিতেই রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।