চাঁদপুরের মতলব উত্তরে প্রাইভেট কারের চাপায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কে কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ দশানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় দাস (১২) ওই এলাকার মরণ দাসের ছেলে। সে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিজয় দাসের বাবা মরণ দাস বলেন, ‘দোকান থেকে ডিম কিনে আমার ছেলে বাড়ি ফেরছিল। পথে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে চাপা দিয়ে প্রাইভেট কারটি দ্রুত চলে যায়।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাইভেট কারটি শনাক্ত করার চেষ্টা চলছে।