হোম > সারা দেশ > চাঁদপুর

করোনা নিয়েই মায়ের দাফনে অংশ নিল ছেলে, কিছুক্ষণ পরেই মৃত্যু

প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সোহাগ (৪২)। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতাল থেকেই তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা (পূর্ব) ইউনিয়নের লাওকোরা গ্রামে ছুটে যান। গতকাল সোমবার সন্ধ্যায় মায়ের দাফনে অংশ নেওয়ার কিছুক্ষণ পরেই সোহাগের মৃত্যু হয়। 

জানা গেছে, গতকাল সোমবার দুপুরে মমতাজ বেগম (৬০) মারা যান। মমতাজ বেগম গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি ও গলাব্যথায় ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই সোমবার দুপুরে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মাকে শেষবিদায় জানাতে ছুটে আসে ছেলে। ছেলে করোনা আক্রান্ত হয়ে ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মায়ের মৃত্যুর সংবাদে তিনি হাসপাতাল থেকেই ছুটে আসেন। মায়ের দাফনের কিছুক্ষণ পরেই শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোহাগকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। অ্যাম্বুলেন্সের ভেতরেই সোহাগের মৃত্যু হয়।

একই দিনে দুপুরে করোনা উপসর্গ নিয়ে মায়ের মৃত্যু ও সন্ধ্যায় করোনায় আক্রান্ত ছেলের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে মমতাজ বেগমের দাফনে যারা অংশ নিয়েছিলেন তাঁরা করোনায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন।

স্থানীয় চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেন এবং ইউনিয়নবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ