হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে কিশোরের আত্মহত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরহাদ (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার মধ্য কেরোয়া গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার পাটওয়ারী বাড়ির আমিন উল্যার ছোট ছেলে।

ফাঁস দেওয়া কিশোর ফরহাদের বোন রহিমা বেগম জানান, তার ভাই কৃষি কাজ করত। গত কয়েক দিন নিয়মিত কাজ করত না। পরিবারের কাছ থেকে টাকা নিয়ে চলত। ঘটনার দিন সকালে ফরহাদ তাঁর কাছ থেকে ৫০ টাকা চাইলে তিনি তা দেননি। কারণ টাকা নিলে সে ধূমপান করে। টাকা না দেওয়ার কারণে তাঁর ভাই ঘরে ঢুকে করে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাঁরা ঘরে গিয়ে দেখেন, সে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়েছে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। 

বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, ‘দুপুর আড়াইটার সময় ফরহাদ নামের ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসো হয়। আমরা পরীক্ষা করে তাকে মৃত পেয়েছি। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।’ 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে আমরা ফরহাদ নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ