হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে ছেলের কাঠের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে ছেলের কাঠের টুকরোর আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ উপজেলার পূর্ব চরদুঃখিয়া ইউনিয়নের সন্তোষপুর কুট্টি ভুঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মানসিক রোগে আক্রান্ত বলে দাবি তাঁর পরিবারের।

মৃতের নাম কাউছারা বেগম (৬০)। অভিযুক্ত ছেলের নাম মাওলানা ফয়েজ (৩৫)। তাঁরা ওই এলাকার বসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাউছারা বেগম বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় তার ছেলে মাওলানা ফয়েজ একটি কাঠের টুকরো হাতে নিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। তিনি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে যান। তাদের কাছে খবর পেয়ে অন্য দুই ছেলে ঘটনাস্থলে আসেন। তাঁরা কাউছারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদ উজ জামান জুয়েল জানান, মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়েছে।

মৃতের পুত্রবধূ বলেন, বাইরে থেকে একটি আওয়াজ কানে আসে। দ্রুত ঘর থেকে বের হয়ে দেখি আম্মা মাটিতে পড়ে আছেন। দ্রুত শ্বশুরকে খবর দিই। তিনিসহ দেবররা এসে আম্মাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরও বলেন, আমি বাইরে গিয়ে দেখি ফয়েজ এক পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তিনি ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে দেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ফয়েজ নামের ওই যুবককে আটক করা হয়েছে। তাঁর মায়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ