হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে শিয়ালের কামড়ে আহত ১০

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শনিবার ভোরে উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের ব্যাপারীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, গ্রামে একটি মাটির গর্তে প্রায় ১৫-২০টি শিয়াল থাকে। সেখান থেকে দুটি শিয়াল বেরিয়ে এসে কয়েকটি বাড়িতে ঢুকে লোকজনকে কামড়ায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাবেক ইউপি সদস্য কালাম ব্যাপারী বলেন, ‘ভোরে লোকজন ঘুম থেকে উঠে রাস্তায় বের হলে দুটি শিয়াল একত্র হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। অনেকে লাঠিসোঁটা দিয়ে প্রতিহত করে রক্ষা পায়।’

আহতদের মধ্যে রয়েছেন—বারেক ব্যাপারী (৬০), রনি (২০), জসিম ব্যাপারী (৩০), রেহান (২০), হাসান ব্যাপারী (১৫), রুবেল (৪০), আবু তাহের (৪০), লতিফ ও রুবেলসহ আরও কয়েকজন। তাঁদের মধ্যে দুজনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন, ‘বারেক ব্যাপারীর অবস্থা গুরুতর। বন্য প্রাণী সুরক্ষা আইন মেনেই শিয়াল প্রতিরোধের উপায় নিয়ে আমরা গ্রামের লোকজন চিন্তা করছি।’

হাজীগঞ্জ উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘শিয়াল ধরে বনে ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তবে জনবল না থাকায় তা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা শিয়াল ধরলে আমরা তা বনে অবমুক্ত করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, কীভাবে ব্যবস্থা নেওয়া যায়।’

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি