হোম > সারা দেশ > চাঁদপুর

হাইমচরে মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বিভিন্ন অংশে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন চলছে। ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন বাসিন্দারা।

আজ বুধবার দুপুরে ঈশানবালা লঞ্চঘাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে ভাঙনের শিকার পরিবারের সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন নীলকমল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাউদ আল নাছের, ইউপি সদস্য খলিল মাতাব্বর, শিক্ষক নুরুজ্জামান শিকদার, ব্যবসায়ী আবুল কালাম বেপারী, আব্দুল জাব্বার উকিল প্রমুখ।

বক্তারা বলেন, কয়েক বছর ধরে মেঘনার অব্যাহত ভাঙনে ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, পুলিশ ফাঁড়িসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার প্রতিটি পরিবার ৬-৭ বার করে নদীভাঙনের শিকার। সহায়-সম্পত্তি হারিয়ে অনেকে এখন ছিন্নমূল। সম্প্রতি আবার নদীভাঙন তীব্রতর হয়েছে। অস্থায়ী কোনো কাজ না করে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবি জানান তাঁরা।

ইউপি চেয়ারম্যান সাউদ আল নাছের বলেন, ইউনিয়নের চারটি ওয়ার্ডের অধিকাংশ এলাকা কয়েক বছরের ভাঙনে নদীগর্ভে চলে গেছে। চলতি বর্ষা মৌসুমে বহু স্থাপনা ভেঙে গেছে। সরকার এই ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না দিলে উপজেলার মানচিত্র থেকে এই ইউনিয়ন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘ঈশানবালায় ভাঙনের বিষয়ে আমরা অবগত আছি। সেখানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল