হোম > সারা দেশ > চাঁদপুর

সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমনে হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে শুরু হওয়া সাম্প্রদায়িক উত্তেজনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে বেশ কয়েকটি মন্দিরে হামলা ও পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। গতকাল বুধবার রাতে হওয়া সেই সংঘর্ষে হতাহতের কথা বলা হলেও পুলিশের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এ অবস্থায় বুধবার রাত থেকে হাজীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার এ নির্দেশ দেন। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে গতকাল রাত থেকেই স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন শুরু করেছে তারা। 

অবশ্য বিশেষ সতর্কতা হিসেবে দেশের আরও বেশ কয়েকটি অঞ্চলেই বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ১৮টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হতে পারে। 

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১