হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ‘আত্মহত্যা’র প্ররোচনা মামলায় ১০ আসামি কারাগারে

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে রাজমিস্ত্রি হাসান ছৈয়াল ‘আত্মহত্যা’র প্ররোচনায় দায়ের করা মামলার ১০ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার আসামিরা জামিনের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল আলমের আদালাতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আসামিরা হলেন শহরের বিষ্ণুদী এলাকার সেলিম খান (৪২), মো. জাহাঙ্গীর গাজী (৪৩), আনোয়ার গাজী (৩২), মোক্তার ব্যাপারী (২৮), হাসান পাটওয়ারী (২৬), মো. সবুজ আখন (২৮), এলেমান ব্যাপারী, (৪৫) সিরাজ গাজী (৫৫), কামাল হোসেন (৩৫) ও মো. মহসীন (৪০)। 

আদালতে বাদীপক্ষের আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন জসিম উদ্দিন পাটওয়ারী।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ আগস্ট ভোরে রাজমিস্ত্রি হাসান ছৈয়ালের ঘরের সামনে এসে মোবাইল ফোন চুরি অপবাদ দিয়ে আসামিরা সংঘবদ্ধ হয়ে গালমন্দ করেন। একপর্যায়ে তাঁকে মোবাইল ফোন চুরির জন্য অভিযুক্ত করে ঘরে রশি দিয়ে বেঁধে রাখেন এবং হাত-পা কেটে ফেলবে হুমকি-ধমকি দিতে থাকেন। ওই দিন দুপুরে আসামিরা হাসানকে ঘরে আটকে রেখে চলে গেলে তিনি ভয়ে ঘরে থাকা সিলিং ফ্যানে গামছা ও বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন। 

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে হাসান ছৈয়ালের বাবা মো. শরীফ ছৈয়াল ওই দিনই মডেল থানায় আটজনের নামসহ অজ্ঞাতনামা আসামি করে ৩০৬/৩৪ ধারায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান তদন্ত শেষে ২০২২ সালের ৩০ অক্টোবর ১৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল