হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু

শাহরাস্তি (চাঁদপুর)) প্রতিনিধি 

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।

পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির মৃত মো. শাহজাহান ভূঁইয়ার ছেলে আবদুর রহমান ফাহিম (৭) ঘরের অদূরে টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। বড় বোন ফাহিমা আক্তার (১৫) তাকে বাঁচতে এলেও সেও ওই তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান তাদের মৃত ঘোষণা করেন। ফাহিমা স্থানীয় মেহের উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জয়নাল আবেদীন জানান, শিশু দুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত জাহান বলেন, ‘আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পেয়েছি। পরিবার জানিয়েছে, তারা বিদ্যুতায়িত হয়েছে।’

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল