হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে রিকশা ছিনতাই করে চালককে হত্যা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে খাল থেকে দুলাল হাওলাদার (৬৫) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রিকশাচালক দুলাল ভোলা জেলার চরফ্যাশন এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, দুলাল তাঁর স্ত্রী, স্বজনদের নিয়ে শহরের গুনরাজদী এলাকার ভাড়া থাকতেন। স্থানীয় গ্রাম পুলিশ কুদ্দুস সকাল সাড়ে ৭টায় খালে মরদেহটি দেখতে পেয়ে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশকে জানায়।

নিহতের স্বজনেরা জানান, গতকাল বুধবার রাত ১০টার সময় দুলাল তাঁর রিকশা নিয়ে বেড়িয়ে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রিকশাটি নিয়ে পালিয়ে যায় বলে ধারণা তাঁদের।

ঘটনাস্থল পরিদর্শনে আসা মডেল তানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে মৃত ব্যক্তির স্ত্রী কোহিনুর বেগম ও ছেলে নাহিদ হোসেন চাঁদপুর সদর মডেল থানায় এসে মরদেহ শনাক্ত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 
 
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত জানান, রিকশাচালকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ