হোম > সারা দেশ > চাঁদপুর

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন ফ্রি যাতায়াত

চাঁদপুর প্রতিনিধি

লঞ্চে নবজাতকের জন্ম। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে এক নবজাতকের জন্ম হয়েছে। গতকাল রোববার সাদিয়া আক্তার নামের এক প্রসূতি এই মেয়েসন্তানের জন্ম দেন। তিনি জেলার হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের জহির খানের স্ত্রী।

ওই নবজাতক এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে আজীবন বিনা মূল্যে যাতায়াতের সুবিধা পাবে বলে ঘোষণা দিয়েছেন লঞ্চটির মালিক হামিদুল্লাহ সুমন।

লঞ্চের করণিক মো. দীপু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বিকেল ৫টার এমভি বোগদাদীয়া-৮ লঞ্চটি চাঁদপুর ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় লঞ্চটি ঢাকার কাছাকাছি পৌঁছায়। তখন নিচতলার ডেকে সাদিয়া আক্তার নামের এক প্রসূতির প্রসবব্যথা ওঠে। আমরা তাঁকে কেবিনে নিয়ে যাই। সন্ধ্যা ৭টা ৩১ মিনিটের সময় তিনি একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন। তিনি বলেন, এই খুশিতে লঞ্চের মালিক আনন্দিত হয়ে শিশুটির জন্য আজীবন বিনা মূল্যে ওই লঞ্চে যাতায়াতের ঘোষণা দিয়েছেন।

প্রসূতির আত্মীয় মৌসুমী বেগম বলেন, সাদিয়ার প্রসবব্যথা হলে তাঁকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকায় যাওয়ার কথা বলা হয়।

তাঁরা সাদিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানিয়েছেন, চাঁদপুরে নবজাতকের জন্য আইসিইউর ব্যবস্থা নেই। এ জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ফলে বিকেল ৫টার লঞ্চে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন। তবে লঞ্চের মধ্যেই সাদিয়া স্বাভাবিকভাবে বাচ্চার জন্ম দিয়েছেন।

মৌসুমী বেগম আরও বলেন, রাতে ঢাকায় নেমে সাদিয়াকে একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১২টার লঞ্চে ঢাকা থেকে চাঁদপুরের হাইমচরে আসেন তিনি। এখন নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন।

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’