হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগ দাবি

চাঁদপুর প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) দ্রুত উপাচার্য ও রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আগামী তিন কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ শুক্রবার দুপুরে শহরের ওয়াপদা গেট খলিশাডুলিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান।

লিখিত বক্তব্যে জানানো হয়, ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপাচার্য নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়। তারপর এখনো নতুন উপাচার্য নিয়োগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের চরম সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরতে চান। উপাচার্য না থাকায় নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমও বন্ধ রয়েছে। এতে করে তাঁদের শিক্ষাজীবন ঝুঁকির মধ্যে আছে। তাই যত দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হোক।

শিক্ষার্থীরা আরও জানায়, আগামী তিন কার্যদিবসের মধ্যে কোনো ফলাফল না পেলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন—মো. নাজমুল হাসান (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), তাহমিদ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), মো. নেহাল (আইসিটি), মাহমুদুল হাসান (আইসিটি), ফ্যালকন সৌরভ (আইসিটি), নাফিউল (আইসিটি) ও আহসান হাবীব (বিবিএ)।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ