হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব দক্ষিণ উপজেলা নির্বাচনে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র জমা

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. শাহ আলম খান। তাঁর স্ত্রী ফাতেমা আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে।

গতকাল সোমবার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক সময়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুর রহমান ভুঁইয়া এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম খান। তাঁর স্ত্রী ফাতেমা আক্তার এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফাতেমা আক্তার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

মো. শাহ আলম খান বলেন, ‘ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। নিরপেক্ষ নির্বাচন হলে আমিই জয়ী হব।’ তাঁর স্ত্রী ফাতেমা আক্তার বলেন, ‘আমার স্বামী নির্বাচন করলেও আমার নির্বাচন আমি করব। বিষয়টি যার যার ব্যক্তিগত বিষয়। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে