হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব রামদাসদী এলাকায় মাঠে খেলার সময় বৈদ্যুতিক তার গায়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে মো. মিনহাজ (১৫) ও মো. শামীম (১৬) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তাদের বাঁশ দিয়ে তার থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে আহত হয়েছেন হাফেজ খান (৭০) নামের এক বৃদ্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব রামদাসদীর হাফেজ খানের বাড়ির সামনের মাঠে এ ঘটনা ঘটে। 

মো. মিনহাজ রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে এবং শামীম একই এলাকার আকতারের ছেলে। তাঁরা দুজনই পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহত হাফেজ খান বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হয়। তখন ওই দুই কিশোরসহ আরও কয়েকজন খেলাধুলা করছিল। হঠাৎ বাড়ির সামনের খোলা মাঠের পাশে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে ওই দুই কিশোরের গায়ের ওপর পড়লে তারা বিদ্যুতায়িত হয়। তাদের তার থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে আহত হন হাফেজ খান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই কিশোরের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, দুই কিশোরের মরদেহ হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে। তাদের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কর্মচারীদের মারধর করেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ