হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ২০ দোকান উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-লাকসাম রেলপথ এলাকায় রেলওয়ের মালিকানাধীন সম্পত্তিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। 

রেলওয়ে লাকসামের দায়িত্বে থাকা কানুনগো মো. ইকবালের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদপুর স্টেশনের দক্ষিণে ভিআইপি ঘাট সংলগ্ন প্রায় ২০টি দোকান উচ্ছেদ চালানো হয়। এর পূর্বে স্টেশন এলাকার বিভিন্ন অংশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলেও দখলে থাকা লোকদেরকে সতর্ক করে দেওয়া হয়। 

রেলওয়ে লাকসামের দায়িত্বে থাকা কানুনগো মো. ইকবাল জানান, ২৭ মে থেকে উচ্ছেদ অভিযানের কর্মসূচি ঠিক হয়। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে গতকাল সোমবার উচ্ছেদ করা সম্ভব হয়নি। আজকে উচ্ছেদ কার্যক্রম শুরু হলো। এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

এদিকে উচ্ছেদ কার্যক্রম তত্ত্বাবধানের জন্য সকালে চাঁদপুরে আসনে চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। 

এর আগে গত বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে পূর্ব সতর্কতা হিসেবে চাঁদপুর শহরে রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ এলাকায় মাইকিং করেছে। যাতে করে অবৈধ দখলে থাকা লোকজন তাদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়।

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি