হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে আগুনে পুড়ল গোডাউনসহ আওয়ামী লীগের কার্যালয়

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পূর্ব বাজারে আগুন লেগে ব্যবসায়ীদের মালামাল রাখার একটি গোডাউন ও স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ব্যবসায়ীদের দাবি, তাঁদের অবকাঠামো ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে বাজারের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টা দিকে বাজারের পূর্ব পাশে স্টেশন সড়কে এই গোডাউনের বাইরে থেকে আগুনের সূত্রপাত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল হাজি জানান, মহামায়া পূর্ব বাজার স্টেশন সড়কে বিল্লাল পাটওয়ারী ও মো. শহীদ উল্লাহর যৌথ মালিকানাধীন একটি গোডাউনে আগুন লাগে। তবে তাঁদের ধারণামতে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। সবার প্রচেষ্টায় পাশে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আগুন থেকে রক্ষা পায়।

চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

আগুনে গোডাউনের সামনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামালের ব্যক্তিগত কার্যালয়, শাহাজাহান ব্যাপারীর ফার্নিচারের মালামাল, হারুন ব্যাপারীর সিমেন্ট, জাহাঙ্গীর, মনির ও জাফর ব্যাপারীর সংরক্ষিত ফল ও মুরগির ফার্মের একটি কক্ষ পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে তদন্ত করে বলা যাবে, কী পরিমাণ ক্ষতি হয়েছে—যুক্ত করেন রবিউল আল-আমিন।

এদিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মহসিন আলম ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপ করেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল