হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ৪৪২ কোটি টাকার ফসলের ক্ষতি

চাঁদপুর প্রতিনিধি

এবারের ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চাঁদপুর জেলায় প্রায় ৪৪২ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে ধারণা করছে কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ মো. জালালউদ্দীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

উপপরিচালক বলেন, চাঁদপুরে কোনো কৃষকের কৃষি/শস্য বীমা নেই। শস্য বীমার জন্য তাঁদের আগ্রহী ও সচেতন করা প্রয়োজন। অন্যান্য জেলা ও হাওর অঞ্চলে অনেক কৃষকের শস্য বীমা আছে। কিন্তু চাঁদপুর জেলায় শস্য বীমা নেই। এটা দুঃখজনক। আমার আহ্বান থাকবে কৃষকেরা যেন শস্য বীমার আওতায় চলে আসেন।

চাঁদপুর জেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ের জরিপে দেখা গেছে, জেলার ৮ উপজেলায় আলু, আমন, সরিষা, গম, বোরো বীজতলা, পেঁয়াজ, মরিচ ও আগাম শীতকালীন শাকসবজি এবং অন্যান্য ফলফলাদিসহ মোট সাড়ে ৪ হাজার ৫৫৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এগুলোর মধ্যে আগাম শীতকালীন শাকসবজির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে শাকসবজির ক্ষতির পরিমাণ প্রায় ৪২৬ কোটি টাকা। সরিষার ৭ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আলু খেতের ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকার। 

অন্যান্য বিভিন্ন জাতের ফল ফলাদিতে ক্ষতি হয় ৩ কোটি সাড়ে ৪২ লাখ টাকার। পেঁয়াজের ক্ষতি হয়েছে ২১ লাখ টাকার। বোরো বীজতলার ক্ষতি হয়েছে ৪ লাখ ১৫ হাজার টাকার। মরিচের ক্ষতি হয়েছে ১ লাখ ৬৫ হাজার টাকার। গমের ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার। জেলায় সর্বমোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫৭ হাজার ৭৪ জন। তাঁদের মধ্যে শাকসবজি চাষির সংখ্যা সবচেয়ে বেশি, ১৭ হাজার ৬৩০ জন। সবচেয়ে কম গম চাষি, ১৯৫ জন। 

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জালালউদ্দীন ও অন্যান্য কৃষিবিদেরা জানান, এবার আলু, সরিষা, গম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা নেই। ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ব্যাংক হিসাবের মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদান করার সুপারিশ করা হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে আউশ ফসল উৎপাদনে প্রণোদনামূলক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘুরে দাঁড়াতে পারবেন। অধিকাংশ কৃষকই ঋণ করে আলুসহ বিভিন্ন ফসলের চাষ করেছিলেন। গতবার আলুর বাম্পার ফলনে এবার সবাই উদ্বুদ্ধ হয়ে ঋণ করে আলু চাষ করেছিলেন। এখন কীভাবে লোনের কিস্তির টাকা পরিশোধ করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছে কৃষকেরা। 

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল