হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে রাস্তা কেটে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মতলব দক্ষিণে রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়াধারি গ্রামের এ বিক্ষোভ মিছিল হয়।

মানববন্ধনে এলাকাবাসী ‘রাস্তা চাই রাস্তা চাই’ স্লোগান দেন। এ সময় তাঁরা হাসপাতালে যেতে নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। দীর্ঘ ৪০ বছরের যাতায়াতের একমাত্র রাস্তাটি কেটে নষ্ট করার প্রতিবাদ জানান। এ সময় তাঁরা দেড় কিলোমিটারের রাস্তাটি ঘোড়াধারি ঈদগাহ মাঠ থেকে খান বাড়ি জামে মসজিদ পর্যন্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি জানান।

এলাকার বাসিন্দা শওকত তালুকদার এই বিষয়ে বলেন, ‘৪ দিন আগে রাতে রাস্তাটি কেটে ফেলে কে বা কারা। তবে এলাকার হুমায়ন হাজী, আলমগীর হাজী ও নাছির তালুকদারের ষড়যন্ত্রের শিকার হয়ে রাস্তাটিতে এখন চলাচল বন্ধ। আমরা চাই সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটির অসমাপ্ত কাজ সম্পন্ন করা হোক।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিল্লাল হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদের একটি বরাদ্দের কাজ চলছে। হঠাৎ রাতে রাস্তাটির একাংশে কেটে ফেলে দুর্বৃত্তরা। দুপক্ষের সম্পত্তি মেপে রাস্তার কাজ ধরা হয়েছিল।’

হুমায়ন হাজী এই বিষয়ে বলেন, ‘এখানে রাস্তা ছিল না। এটি আমার খরিদকৃত সম্পত্তি। আমি থানায় অভিযোগ করেছি।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি কেটে আবারও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। গর্তটি ভরাট করে রাস্তার বাকি কাজ করা হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান।’

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১

হাজীগঞ্জের বলাখাল বাজারে আগুনে পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কচুয়ায় ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

বিএনপির মনোনয়ন: চাঁদপুরে রিভিউ চেয়ে আলোচনায় দুই প্রার্থী

১০ম গ্রেডের আন্দোলন: পুলিশের ‘সাউন্ড গ্রেনেডে অসুস্থ’ শিক্ষিকার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক