হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০ গ্রামে কাল ঈদ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের মানুষ আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা পালন করবেন। পবিত্র ঈদুল আজহা উদযাপনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন তারা। 

উপজেলার যেসব গ্রামে রোববার ঈদ-উল আজহা পালিত হবে সেগুলো হচ্ছে- লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাজপাড়, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর গ্রাম। 

জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.) কে অনুসরণ করে ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে দুই ঈদ পালন করে আসছেন তারা। 

ভূলাচোঁ এলাকার মোশারফ হোসেন মিলন (৪০) জানান, বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৮টায় নামাজ আদায় করা হবে। মুন্সিরহাট জামে মসজিদে মাও. মাহবুবুর রহমান ঈদের জামাতের ইমামতি করবেন। 

অন্যদিকে ভূলাচোঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই ওই মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন বলে জানিয়েছেন। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ জানান, আমাদের পূর্বপুরুষগণের মতো আমরাও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ পালন করছি। এবারও ঈদ উল আজহা পালন করবো।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল