হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে হামলায় আ.লীগ নেতার মৃত্যু, দলের ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে। ঘটনার চার বছর পর আজ বুধবার দুপুরে হাইমচর আমলি আদালতে মামলাটি করেন মোতালেব জমাদারের ছেলে আবু তালেব জমাদার।

মামলার আসামিরা হলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৪ নেতা-কর্মী। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।

বাদী মামলায় উল্লেখ করেন, মামলার আসামি নুর হোসেন ও তাঁর বাবা মোতালেব জমাদার সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নুর হোসেনকে মনোনয়ন দেন তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি। আর মোতালেব জমাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুই প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নুর হোসেন তাঁর লোকজনসহ নির্বাচন প্রচারণাকালীন মোতালেব জমাদারকে মারধর করেন। তিনি দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে নিজ বাড়িতে ২০২০ সালের ২৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তবে নুর হোসেন প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন মামলা করতে পারেননি।

মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মো. শাহজাহন খান বলেন, ‘আসামি পক্ষ হাসিনা সরকারের প্রভাশালী লোক ছিলেন। পরিবারের নিরাপত্তাহীনতার কারণে এত দিন মামলা করা সম্ভব হয়নি। মামলাটি তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আশা করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাদী সঠিক বিচার পাবেন।’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১

হাজীগঞ্জের বলাখাল বাজারে আগুনে পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কচুয়ায় ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

বিএনপির মনোনয়ন: চাঁদপুরে রিভিউ চেয়ে আলোচনায় দুই প্রার্থী

১০ম গ্রেডের আন্দোলন: পুলিশের ‘সাউন্ড গ্রেনেডে অসুস্থ’ শিক্ষিকার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

বাহরাইনে ২০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু