চাঁদপুরে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার (২৬ মে) দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মো. মিজান (৪০), শাহ আলম (৬২) ও মো. ঈমান (৪৮)। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
জাবিদ হাসান বলেন, স্থানীয় বাসিন্দাদের গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা-পুলিশ চরকুমিরা নামক স্থানে অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে মিজান, শাহ আলম ও ঈমানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোন, ২০০ টাকা ও একটি তাসের প্যাকেট। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার দ্রব্যসামগ্রী ও গ্রেপ্তার ব্যক্তিদের ফরিদগঞ্জ থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।