হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিনগত রাত পৌনে ৩টার দিকে তাদের উপজেলা সদরের হামিদিয়া জুট মিলস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন জুট মিলস এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে জুট মিলস এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও স্থানীয়ভাবে তৈরি তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যদের হাজীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে যৌথ বাহিনী।

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১

হাজীগঞ্জের বলাখাল বাজারে আগুনে পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কচুয়ায় ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

বিএনপির মনোনয়ন: চাঁদপুরে রিভিউ চেয়ে আলোচনায় দুই প্রার্থী

১০ম গ্রেডের আন্দোলন: পুলিশের ‘সাউন্ড গ্রেনেডে অসুস্থ’ শিক্ষিকার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক