হোম > সারা দেশ > চাঁদপুর

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত কিশোর সাইমুনের মৃত্যু 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত কিশোর সাইমুন (১৪) মারা গেছে। আজ শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির সুপার ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়। 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব সাইমুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাইমুন হাজীগঞ্জ পৌর এলাকার মিঠানিয়া এলাকায় ভাড়া বাসায় থাকত। স্থানীয় একটি হিফজ খানায় হিফজুল কুরআন বিভাগে সাইমুন পড়াশোনা করত। তাদের মূল বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামে। 

সাইমুনের বাবা মো. ইউনুস কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘সাইমুন আমার একমাত্র ছেলে। ঘটনার সময় সে একটি কাজে হাজীগঞ্জ বাজারে যায়। সেখানে সে বড় মসজিদে এশার নামাজ পড়ে বাসায় ফেরার জন্য একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় দুই গ্রুপের মারামারির মধ্যে পড়ে গুরুতর আহত হয়। 

পরে অজ্ঞাতরা তাকে ওই অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ মুন হসপিটালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়। 

সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে শনিবার দুপুরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকাতে আজ রাত ৮টার দিকে ধানমন্ডির সুপার ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়।’

আইসিইউ থেকে কেবিনে দেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান