হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীতে গোসলে নেমে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তাঁর নাম মো. আব্দুর রাজ্জাক (৬৭)। আজ শুক্রবার দুপুরে লঞ্চঘাট এলাকার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। 

চাঁদপুর নৌ–থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আব্দুর রাজ্জাক উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কালু মিয়া। 

স্থানীয়রা জানান, রাজ্জাক মিয়া প্রতিদিনের মতো আজও লঞ্চঘাট এলাকায় গোসল করতে নামেন। কিন্তু অনকে সময় পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজ করতে আসেন। নদীর পাড়ে তাঁর কাপড় পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয় তিনি নদীতে তলিয়ে গেছেন। 

ওসি মো. কামরুজ্জামান বলেন, দুপুরে ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর স্বজনেরা থানায় বিষয়টি অবগত করেন। এরপর দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারেননি। 

তিনি আরও বলেন, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম আগামীকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ রেখেছেন। সকাল ৮টার পর আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল