চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনার মধ্যে ১০১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ ছাড়া র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৪৬ জনের নমুনার মধ্যে ৬০ জনের করোনা পজিটিভ আসে। মোট ৪২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। শনাক্তের হার ৩৭ দশমিক ৬ শতাংশ।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৪, মতলব দক্ষিণের ছয়, হাজীগঞ্জের ১৩, ফরিদগঞ্জের ২৭, হাইমচরের ১১, শাহরাস্তির ২৯ ও মতলব উত্তরের ২২ জন রয়েছেন। একই দিনে ৪০ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২৩, মতলব উত্তরের দুই, মতলব দক্ষিণের এক, ফরিদগঞ্জের দুই, কচুয়ার তিন ও হাজীগঞ্জের নয়জন।
সূত্র আরও জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ১৭৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৫৫৭ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৩৬ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।