হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজিগঞ্জ বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও এক যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ গোগরায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, ঘটনাস্থলে সবুজ (২৫) নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকি দুজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল তাঁদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত অটোরিকশা চালক আ. আহাদসহ দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়রা বলছে, অটোরিকশা ও বালুবাহী ট্রাক দুটোই দ্রুত গতিতে চলছিল। হাজীগঞ্জের গোগরায় অটোরিকশাটি ট্রাকটিকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষ যাত্রী মারা যায়। আহত সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৪ যাত্রীকে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়। 

এ দিকে দুর্ঘটনার পর ঘণ্টাব্যাপী চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে করে বিভিন্ন যানবাহনের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-দ্রুতগতির অটোরিকশাটি অতিক্রম করতে গিয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে থাকা অটোরিকশার সকল যাত্রী গুরুতর জখম হয়। একজনের মরদেহ হাজীগঞ্জ থানায়, আর বাকি দুজনের (পুরুষ-নারী) মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘অটোরিকশা ও বালুবাহী ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল